তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত  

প্রকাশিত: ০৭ জুন, ২০২৩ ০৪:১৬:২৯

তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত  

রাজধানীর তেজগাঁওয়ে রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়িচালক ছিলেন।

বুধবার বেলা ১১টা দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল হোসেন (৩৫) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছনাউঠা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি হাতিরপুল ফ্রিস্ট্রিট রোডের একটি ম্যাচে থাকতেন। তিন ছেলে এবং এক মেয়ের জনক দুলাল।

দুলালকে হাসপাতালে নিয়ে আসা তার ভাগ্নে তরিকুল ইসলাম বলেন, রাজধানীর পান্থপথে বসুন্ধরা মার্কেটের পাশে তার মামার অফিস। সেখানে গাড়ি আনতে যাওয়ার পথে তেজগাঁওয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও ফায়ার স্টেশন লিডার আবুল হোসেন বলেন, তেজগাঁও রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন দুলাল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রজন্মনিউজ২৪/ইমরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ