প্রকাশিত: ০৭ জুন, ২০২৩ ১০:৩২:২২ || পরিবর্তিত: ০৭ জুন, ২০২৩ ১০:৩২:২২
জেলা প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেন বাবরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের দক্ষিন চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা।
অভিযুক্ত কাজী মোশারফ হোসেন বাবর (৫৫) উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের মৃত কাজি তোফায়েল আলমের ছেলে।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) একই উপজেলার চর বাটা ইউনিয়নের আলমগীরের মেয়ের (১৬) সাথে বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন।
এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ৩টার দিকে কনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন বর-কনে চলে যায়। এ সময় কনের কাগজ পত্রে দেখা যায় কনের বয়স ১৬ বছর ৫ মাস বরের বয়স ২২ বছর। তাৎক্ষণিক বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিয়ে পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রজন্মনিউজ২৪/এমএইচ
পেছাল খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি
টাকার বিনিময়ে বানানো হয় মনগড়া রিপোর্ট, হাসপাতাল সিলগালা
বিশেষায়িত পেশার দাবি সাধারণ শিক্ষা ক্যাডারের
যেমন ছিল নবীজি (সা.)-এর ন্যায়বিচার
ঢাকায় চারটি স্থানে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ
সুনামগঞ্জে মায়ের সঙ্গে বিষপানে তিন সন্তানের মৃত্যু
বিএনপি নেতা চাঁদের তিন বছরের কারাদণ্ড
ঢাকায় নয়াবাজারের পরিবর্তে ধোলাইখালে সমাবেশ করবে বিএনপি