প্রকাশিত: ০৬ জুন, ২০২৩ ০৬:০৫:৪৯ || পরিবর্তিত: ০৬ জুন, ২০২৩ ০৬:০৫:৪৯
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কক্ষে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জুনিয়র শিক্ষার্থীর উপর র্যাগিং এর ঘটনার জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে।
গেলো রবিবার দিবাগত রাত (৪ই জুন) ১ টা নাগাদ বুটেক্সের জি.এম.এ.জি ওসমানী হলের ৩০১৯ নং কক্ষে এ হামলার ঘটনা ঘটে। এতে সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয় সহ তার আরো চার বন্ধু মো: আলমগীর হোসেন, আরমান কবির রিপন, আব্দুলাহ আল মাহমুদ এবং রাফি আহত হওয়ার অভিযোগ উঠেছে । জানা যায়, ৩০১৯ নাম্বার কক্ষে বুটেক্স শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান এবং তার ব্যাচমেটরা থাকেন। ঘটনার সাথে জড়িত সবাই বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
হামলার ঘটনায় সরেজমিনে যুক্ত থাকার অভিযোগ আছে, বুটেক্স ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শামসুল আলম অন্তর, সাবেক সহ-সম্পাদক অনিক সাদমান, সাবেক সহ-সম্পাদক পিয়াস, সাবেক সহ-সম্পাদক অচিন্ত কুমার সেন, সাবেক সদস্য জুবায়ের।
এ ব্যাপারে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় জানান, বাইরে থেকে অচিন্তর ফোন পেয়ে হল আমি হলে যাই । এসময় অচিন্ত আমার সাথে জুনিয়র এর বিষয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়। আমার ৪৫তম ব্যাচের জুনিয়র তার ৪৬তম ব্যাচের জুনিয়রকে হেনস্তা করার অভিযোগ আনে। আমি বিষয়টি অবগত নই জানিয়ে অত্যন্ত ধীরচিত্তে বিষয়টিকে শান্ত করার চেষ্টা করলে অচিন্ত, অন্তর, অনিক, পিয়াস, জুবায়ের সহ প্রায় ১০জন আমাকে ঘিরে ধরে। আমি তখন আগামীকাল সংসদে দুপুরে এ বিষয়ে কথা হবে জানিয়ে সবার মধ্য থেকে বের হয়ে রুমে যাবার চেষ্টা করলে তারা আমার জামা টেনে ধরে। আমি জোর করে স্থান ত্যাগ করে রুমে প্রবেশ করি।
প্রায় মিনিট ৫ এর মধ্যে আমার রুমের সামনে আমার বন্ধু আব্দুলাহ আল মাহমুদ কে ব্যাপক ভাবে মারধর শুরু করে অন্তর। আমি দৌড়ে দরজায় গিয়ে থামাতে গেলে পিয়াস আমাকে লাথি মেরে ফেলে দেয় এবং স্ট্যাম্প দিয়ে পায়ে আঘাত করে রুমে প্রবেশ করে। আমাকে বাচাতে আলমগীর এগিয়ে আসলে আলমগীরকে ঘুষি মেরে চশমা ভেঙে ফেলে এবং পেছন থেকে অন্তর আলমগীর কে বালতি দিয়ে মাথায় আঘাত করে। আলমগীর পেছনে ফিরলে তার মাথায় স্ট্যাম্প দিয়ে আঘাত করে ফাটিয়ে ফেলে। প্রচুর রক্তপাত হতে থাকে। এসময় আমাকে আর রিপনকে অনিক এবং পিয়াস আঘাত করতে থাকে এবং রুম তছনথ করে ফেলে।
আহত আরেক শিক্ষার্থী আলমগীর বলেন, আমি আমার মধ্যে ল্যাব রিপোর্ট লিখতেছিলাম, হঠাৎ আমার উপর অতর্কিত করে এরা। কোনো কিছু বুঝে উঠার আগেই আমার মাথায় মাদকাসক্ত অন্তর হঠাৎ করে আঘাত করে, এতে আমার মাথা ফেটে যায়। পরবর্তীতে সমরিতা হাসপাতালে গেলে দায়িত্বরত চিকিৎসক মাথায় ব্যান্ডেজ দেয় এবং ওষুধ লিখে দেয়। এ ঘটনায় হল প্রভোস্ট এর নিকট ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত শামসুল আলম অন্তর জানান, ৪৬তম ব্যাচের এক শিক্ষার্থী ৪৫ ব্যাচের কিছু শিক্ষার্থীদের রুমে ভুলক্রমে তালা দেওয়ার ঘটনার সুত্রপাত ধরে ওই জুনিয়রকে ক্ষিপ্ত হয়ে মানসিকভাবে হেনস্থা করে।
প্রজন্মনিউজ২৪/ইমরান
পরবর্তীতে জয়ের ইন্ধনে ৬-৭ জন শিক্ষার্থী একটা বদ্ধ রুমে ভুক্তভোগী শিক্ষার্থী সামিউল শাকিল এর উপর র্যাগিং কার্যক্রম চালায়। সেখানে ৪৬ তম ব্যাচের ভুক্তভোগী শিক্ষার্থী সামিউল শাকিলকে তারা দীর্ঘ সময় প্রায় ২-৩ ঘন্টা শারিরিক এবং মানষিক নির্যাতন চালায়। ৬-৭ জন একজন নবাগত জুনিয়র কে এভাবে মারধর করায় সেই জুনিয়রকে হাসপাতালে নেওয়া হয় এবং ক্লিনিক্যাল টেস্ট এর মাধ্যমে জানা যায় তার কানের পর্দা ফেটে গেছে। সাধারণ শিক্ষার্থী রা এই র্যাগিং এর প্রতিবাদ করায় জাহিদ হাসান জয় এবং তার অনুসারীরা সবার উপর আক্রমন চালায় এসময় সাধারন শিক্ষার্থীদের অনেকেই আহত হয়।
যেখানে বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহি সংসদ এর সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসাইন ভাই এবং বিপ্লবী সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাই প্রত্যেকটা ক্যাম্পাস এ র্যাগিং কে নিষিদ্ধ করে দিয়েছেন। প্রত্যেক টা ক্যাম্পাস এ শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। সেখানে আমাদের ক্যাম্পাসে জাহিদ হাসান জয়ের এরকম আক্রমনাত্মক এবং সহিংস এবং তার অনুসারীদের এরকম সন্ত্রাসী কর্মকান্ড এবং র্যাগিং ক্যাম্পাস এর পরিবেশ নস্ট করছে অনবরত। দায়িত্বশীল সকলকে বলতে চাই, আমার ভাইয়ের নিরাপত্তা চাই র্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই।
অভিযুক্ত আরেক শিক্ষার্থী অনিক সাদমান বলেন, আমি আমার রুমের সামনে চিৎকার শুনে রুম থেকে বের হয়ে তাদের থামানোর চেষ্টা করি। এই ঘটনায় আমি কোনোভাবে যুক্ত নই।
এই ব্যাপারে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট ড. মো. সামিউল ইসলামকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
বড় ছেলে আব্রামের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা বার্তা
আরও ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে: ব্রায়ান শিলার
হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে আইনি নোটিশ
জবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান আশরাফুল আলম
বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রোড শো আলোচনা সভা ও মেলা
জবিতে বিবাহিত ও গর্ভবতীদের হল ছাড়ার নির্দেশ বাতিলে আইনি নোটিশ
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত
খুলনায় অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মধুর সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী