প্রকাশিত: ০৫ জুন, ২০২৩ ০৭:২০:১৭ || পরিবর্তিত: ০৫ জুন, ২০২৩ ০৭:২০:১৭
বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যান্টিনের খাবার নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের। অপরিষ্কার ও নোংরা পরিবেশ,উচ্চমূল্য, পরিমাণে কম এবং নিম্নমানের খাবার বিক্রি করায় শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ প্রতিবেদন করতে গিয়ে বুটেক্সের প্রায় ১০/১২ জন শিক্ষার্থীদের সাথে কথা হয়। এক শিক্ষার্থী জানান, "বুটেক্সের আশেপাশে আর ভালো মানের কোন খাবার হোটেল না থাকায় অনেক দূরে খাবার খেতে যেতে হয়। যা সময় সাপেক্ষ। চা বিরতি ও লাঞ্চের এই অল্প সময়ে বাইরে খেয়ে এসে ক্লাসে যথাসময়ে উপস্থিত হওয়া সম্ভব হয়না।" আরেক শিক্ষার্থী জানান,"ক্যান্টিনে নিম্নমানের ও উচ্চমূল্যে খাবার বিক্রি করা হয়৷" এছাড়াও অভিযোগ আছে খাবারের পরিমাণ ও নিরাপদ পানি নিয়ে। ক্যান্টিনে বসানো ফিল্টার আদৌ পানি বিশুদ্ধ করে কিনা এই বিষয়ে সন্দিহান শিক্ষার্থীরা। অন্য এক শিক্ষার্থী বলেন," সকাল ৮ টায় ক্লাস/ ল্যাব থাকলে অনেক সময় নাস্তা করে ক্যাম্পাসে আসা সম্ভব হয়না। সেক্ষেত্রে বুটেক্স ক্যান্টিনই একমাত্র ভরসা। কিন্তু প্রায় সময় পর্যাপ্ত খাবার পাওয়া যায়না, সকালের নাস্তার পরিবর্তে থাকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ক্ষুধার তাড়নায় বাধ্য হয়েই ঐ সময়ে উচ্চমূল্যে ঐ খাবারই খেতে হয়। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবার পাওয়া যাবে না এটা আসলে খুবই দু:খজনক। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।"
এ বিষয়ে ক্যান্টিন মালিক নাজনীন নাহারের সাথে কথা বললে তিনি জানান," প্রশাসনের সাথে কথা বলে অতিদ্রুত আমরা খাবারের মূল্য তালিকা দিয়ে দিবো। আমরাও সব সমস্যার সমাধান করতে চাই কিন্তু আমাদের বেশকিছু সীমাবদ্ধতার কারণে আমরা এসবের কিছুই করতে পারছিনা।"
ক্যান্টিন সমস্যা নিয়ে রেজিস্ট্রার কাবেরী মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান, " আমরা শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়েছি।খুব দ্রুতই ক্যান্টিন সমস্যার সমাধান হবে।নতুন ক্যাফেটেরিয়া চালুর বিষয়ে খুব দ্রুতই কমিটি গঠন করা হবে। যত দ্রুত সম্ভব ক্যাফেটেরিয়া চালু হবে।এতে করে শিক্ষার্থীদের খাবার সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী। "
এর আগেও খাবারের মূল্য তালিকা,খাবারের মান ও পর্যাপ্ত খাবার সরবরাহের কথা একাধিকবার বলা হলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং কোন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।
প্রজন্মনিউজ২৪/একে
চমক দেখালো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রী বলেছেন, দুই হাত ভরে দিবে: ত্রান প্রতিমন্ত্রী
বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী
একাদশে ভর্তির শেষ ধাপের ফল রাতে
জেলেনস্কিকে পোল্যান্ডের হুঁশিয়ারি
চবি পরিবেশ সংসদের সভাপতি শহীদ, সেক্রেটারি সাদমান
রাস্তায় যেহেতু নেমেছি, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না