রাবির সি ইউনিটের ফলাফল প্রকাশ

প্রকাশিত: ০৫ জুন, ২০২৩ ০৬:১৯:১৭

রাবির সি ইউনিটের ফলাফল প্রকাশ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের বিজ্ঞান ও প্রকৌশল  অনুষদভুক্ত 'সি' ইউনিট এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৪১.৩৫ শতাংশ।

সোমবার (৫ জুন)  দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহীদুল আলম। 

তিনি বলেন, এবার 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ৮৬৯ জন অংশ নেয়। পরীক্ষায় গ্রুপ-১ এ পাশ করেছে ২২.৪২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-২ এ পাশ করেছে ৩৮.৩১ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর  ৮৪.৭৫। গ্রুপ-৩ এ পাশের হার ৩২.৯৫ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪ এ পাশের হার ২৪.৭৬ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ এবং গ্রুপ-৫ (অবিজ্ঞান) এ পাশের হার ৮৮.৩২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০।

পরীক্ষার বিস্তারিত ফলাফলসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd তে দেখা যাবে।


প্রজন্মনিউজ২৪/একে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ