প্রকাশিত: ০৫ জুন, ২০২৩ ০১:৪৭:৩৭
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৫ জুন) গণভবনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩’ ও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩’ উদ্বোধন উপলক্ষে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি দেশবাসীকে গাছ লাগানোর জন্য আহ্বান করেন।
শেখ হাসিনা বলেন, সবাই অধিকহারে গাছ লাগান। যে যেখানে পারেন, যেভাবে পারেন অন্তত তিনটি করে গাছ লাগান। তাও যদি না পারেন অন্তত একটি গাছ লাগান।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের বলবো, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গাছ লাগাতে পারো।
তিনি বলেন, ছাদ বাগান থেকে শুরু করে প্রতিটি জায়গা উৎপাদনের আওতায় নিয়ে আসুন। ফল-ফলাদি, তরি-তরকারি যে যা পারেন উৎপাদন করুন।
বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে সারা বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতি, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, খাদ্যমূল্য বেড়ে গেছে। অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে। আমাদের দেশের মানুষ যাতে এ থেকে রক্ষা পায় সেজন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষা করা, জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
আওয়ামী লীগের নেতাকর্মীদের গাছ লাগানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমরা ১৯৮৪ সালে সিদ্ধান্ত নেই এবং ১৯৮৫ সালে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর ওপর নির্দেশ, প্রতি বছর পহেলা আষাঢ় অন্তত তিনটি করে গাছ লাগাবেন- একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছ।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪/এএইচ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মধুর সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
নিউ ইয়র্কে বাংলাদেশ ব্রান্ডিং বিষয়ক সম্মেলন
ডলার বুকিং নিয়ে ‘ভয়’ নয় : বাংলাদেশ ব্যাংক
চবিতে চবিসাস ও সিইউজিএনের ২৪ ঘন্টার আল্টিমেটাম
শিশু-কিশোরদের নিয়ে সবুজ আন্দোলনের ব্যাতিক্রমী আয়োজন
বিশেষায়িত পেশার দাবি সাধারণ শিক্ষা ক্যাডারের