নতুন প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫ জুন, ২০২৩ ১১:২৪:৩১

নতুন প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি: উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারীতে কৃষকদের নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ সোমবার (৫ জুন) সকাল ১০:০০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ জন কৃষককে এই প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ প্রদানের মূল লক্ষ হলো কৃষকদের নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণ, নতুন ফসলের জাত সম্প্রসারণ, চলতি আউশ ও আমন ধানের উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার, পারিবারিক পুষ্ঠি বাগান স্থাপনের মাধ্যমে প্রতি ইঞ্চি জায়গার জমির সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করন।

নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে মাঠ পর্যায়ে নতুন কৃষি প্রযুক্তি ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করার ক্ষেত্রে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। এরই ধারাবহিকতায় পর্যায় ক্রমে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষিত করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণার্থী কৃষকদের প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান তাদের নিজ নিজ এলাকায় চাষীদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। এসময় আরও যারা উপস্থিত ছিলেন, চর রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম তারেক মাহমুদ, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।


প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ