‘নিষেধাজ্ঞা নয়, নিরপেক্ষ নির্বাচন নিয়ে মাথাব্যথা প্রধানমন্ত্রীর’

প্রকাশিত: ০৪ জুন, ২০২৩ ০৩:১১:০৬

‘নিষেধাজ্ঞা নয়, নিরপেক্ষ নির্বাচন নিয়ে মাথাব্যথা প্রধানমন্ত্রীর’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী গতকাল (শনিবার) বলেছেন স্যাংশনের (নিষেধাজ্ঞা) বিষয়ে তার কোনও মাথাব্যথা নেই। শুধু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কথা বললে তার মাথাব্যথা বেড়ে যায়, অসুস্থ হয়ে পড়েন।

রোববার (৪ মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের উদ্যোগে এর আয়োজন করা হয়। 

রিজভী বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী এই দেশটাকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করেন, তাহলে আপনার ছেলে-মেয়েকে দেশে রাখেন না কেন? আপনার ছেলে মেয়ে বিদেশে থাকে কেন? অনেক দেশই আপনার বন্ধু, সেসব দেশে আপনার ছেলেকে না রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে রাখলেন কেন?’

চলাফেরার ক্ষেত্রে ও বাকস্বাধীনতা এর কোনোটাতেই দেশের মানুষের স্বাধীনতা নেই দাবি করে রিজভী বলেন, ‘এক দানবীয় শক্তি জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। সুষ্ঠু নির্বাচনকে অদৃশ্য করে দিয়েছে। এদেরকে পরাজিত করতে হবে।’

প্রধানমন্ত্রী জনগণকে শত্রু মনে করেন বলেই দেশে সুষ্ঠু নির্বাচন দেন না বলেও দাবি করেন রিজভী। বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হতে দেন না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আর জনগণ তাকে ভোট দেবে না, এটা তিনি জানেন বলেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে আসতে দেন না।’

খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের সভাপতি জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মজিবুর রহমানসহ আরও অনেকে।


প্রজন্মনিউজ২৪/একে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ