হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

প্রকাশিত: ০২ জুন, ২০২৩ ১২:৪১:৫৭

হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দেশটির বিমানবাহিনীর একাডেমিতে বসেছে দেশটির ক্যাডেটদের জমকালো স্নাতক সমাপনী উৎসব। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু হঠাৎ হোঁচট খান বাইডেন, ভারসাম্য রাখতে না পেরে মঞ্চেই পড়ে যান। আকস্মিক এ ঘটনা হতবাক করে দেয় উপস্থিত সবাইকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার কলোরাডোয় এ ঘটনা ঘটে। বাইডেন জানিয়েছেন, পড়ে গিয়েও আঘাত পাননি তিনি। হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী।  

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলধারার সংবাদমাধ্যমগুলো ফলাও করে এ ঘটনা প্রচার করছে। এক ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য দেন বাইডেন। এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে। হঠাৎই মঞ্চের ওপর মুখ থুবড়ে পড়ে যান তিনি। কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় পুরো ঘটনা। ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান। তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন।

এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন পুরোপুরি সুস্থ রয়েছেন। এমনকি আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। এ নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি।


প্রজন্মনিউজ২৪/খতিব

এ সম্পর্কিত খবর

সিলেটের গোলাপগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার চেয়ে আন্দোলনে সাধারণ মানুষ

অনড় শিক্ষক সমিতি ও প্রশাসন,বাড়ছে শিক্ষার্থীদের হতাশা

ফোনে কথা বলায় ব্যাস্ত মা,পুকুরে ভাসছে মেয়ে

নোয়াখালীতে কারাগারে ঘুমের ভিতর হাজতির ২ চোখ নষ্ট করে দিল কয়েদী 

ডেঙ্গুর হটস্পটের ১৫ এলাকার ১১টিই ঢাকা উত্তর সিটির

ইউক্রেনের বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছে দেশটির পশ্চিমা মিত্ররা: রাশিয়া

টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু, ফিরবেন আটকা পড়া পর্যটকেরা

ধান ক্ষেত কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিদ্যালয়ের গাছ নিলাম ছাড়া বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

টাকা চেয়ে হুমকির পোস্টারিং ৪০০ ঘরের দেয়ালে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ