প্রকাশিত: ০১ জুন, ২০২৩ ০৬:৩৭:০১
জবি প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বোর্ডের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলামকে বাড়িতে আটকে রেখে মারধর ও নিয়োগসংক্রান্ত কাগজে জোর করে সই নেওয়া সেই ইউপি চেয়ারম্যানসহ চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ জুন) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন ওই মাদ্রসার ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ, ওই মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মুজিবর রহমান ও মো. রাসেল হোসেন। শুনানি শেষে জামিন নামঞ্জুরপূর্বক এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম।
এর আগে গত ২১ মে জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন চেম্বার জজ আদালত।
১৬ মে উচ্চ আদালতের বিচারপতি মোস্তফা জামান ও আমিনুল ইসলামের আদালত কয়রার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মো. মজিবর রহমান ও মো. রাসেল হোসেনকে ছয় সপ্তাহের জামিন দেন। রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে ১৭ মে রিভিউ আবেদন করে। সে মোতাবেক চেম্বার জজ আদালতের বিচারপতি ইনায়েতুর রহমান ২১ মে বিস্তারিত শুনে ওই অন্তর্বর্তী জামিন স্থগিত করেন এবং দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৫ মে অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় ওই মাদ্রাসার সভাপতির পছন্দের প্রার্থীকে পাস করাতে নিয়োগ বোর্ডের সদস্য জবি অধ্যাপক ড. নজরুল ইসলামকে মারপিট করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ তার বাড়িতে আটকে রেখে প্রায় ৫ ঘণ্টা ধরে নির্যাতনের পর নিয়োগপত্রে স্বাক্ষর করিয়ে নেন। পরে এ ঘটনায় অধ্যাপক ড. নজরুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদসহ আটজনের নাম উল্লেখ করে কয়রা থানায় মামলা করেন।
প্রজন্মনিউজ২৪/ইমরান
দোকান থেকে মোবাইল চুরি করে পালানোর সময় জনতা চোরকে আটক করে
কোন আইনে প্রধান বিচারপতিকে তরবারি দিলেন ডিবি প্রধান?: রিজভী
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সফর শেষে লন্ডনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
বিশ্বে হৃদরোগে প্রতি দেড় সেকেন্ডে একজনের মৃত্যু
‘আজকের কন্যাশিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা’
জামায়াত নেতা কাঠগড়ায় দাড়িয়ে বিচারকের উদ্দেশে দেওয়া বক্তব্য ভাইরাল
ওমর সানী মাশরাফিকে ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান
আওয়ামী লীগ ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছে রক্ত ঝড়িয়েছে: প্রধানমন্ত্রী
শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে জুড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা