তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য ৫ কৃষককে পুরস্কার

প্রকাশিত: ০১ জুন, ২০২৩ ১১:৪৩:০৩

তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য ৫ কৃষককে পুরস্কার

সোনারগাঁও প্রতিনিধি: ২০২২-২৩ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কৃষকদে মঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ শে মে ) সকাল ১১ টায় সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ জন কৃষকদের মধ্যে ৫ জন সেরা তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষককে পুরস্কার দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার লোকমান হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক মুহাম্মদ শাহ আলম।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার সোনিয়া আফরোজ।

কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা অঞ্চলের উপপরিচালক মনোতোষ শিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার তাসলিমা আক্তার সুমি, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ রানা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণীবৃন্দ।

এসময় কৃষকদের মাঝে প্রান চাঞ্চল্য লক্ষ্য করা যায়। এ পুরস্কার তাদের কে কৃষি কাজে উদ্বুদ্ধ করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তেল জাতীয় ফসল উৎপাদনে অবদান রাখার জন্য ৫ জন কৃষকের হাতে পুরস্কার তুলে দেন


প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ