প্রকাশিত: ৩১ মে, ২০২৩ ০৬:১০:৫৭
বগুড়া প্র্রতিনিধি: বগুড়ার শেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। ৩১ মে (বুধবার) বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও উপজেলা চত্বরে র্যালি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আকতার, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. ফাহমিদ হুদা তন্ময়, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাহিদ আল মালেক। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা আলোচনা সভা ও র্যালীতে আংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই ও পুষ্টিকর ফসল ফলাতে তামাক চাষ বাদ দিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এতে মাদক নির্মূলের পাশাপাশি দেশে খাদ্য সংকট লাঘব হবে। এছাড়াও ধূমপান ও নেশা থেকে মুক্ত থাকারও আহবান জানান বক্তারা।
প্রজন্মনিউজ২৪/ইমরান
ধুনটে বাবা-মার উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নিহত ৯
চমক দেখালো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রী বলেছেন, দুই হাত ভরে দিবে: ত্রান প্রতিমন্ত্রী
বাংলাদেশের ঋণ শোধ করে দায়মুক্ত শ্রীলঙ্কা
ধুনটে কীটনাশক সেবন করে গৃহিণীর আত্মহত্যা
নীতির প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী পিতার মতোই আপসহীন: দীপু মনি
শিক্ষা খাতে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের