কর্মস্থল থেকে বাসায় ফেরা হলো না তানজিলার

প্রকাশিত: ৩১ মে, ২০২৩ ০৪:২৮:১৩

কর্মস্থল থেকে বাসায় ফেরা হলো না তানজিলার

কর্মস্থল থেকে বাসায় ফেরা হলো না তানজিলা আক্তারের (১৫)। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় লরির চাপায় প্রাণ হারায় এই কিশোরী।

তানজিলা যাত্রাবাড়ীতে একটি কসমেটিকসের দোকানের কর্মচারী ছিল। সে মা–বাবার সঙ্গে ডেমরার পায়তি গ্রামে থাকত। তার বাবার নাম দ্বীন মোল্লা।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তা পার হচ্ছিল সে।

এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তানজিলাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। পরে বেপরোয়া গতির একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তানজিলা। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

চালকসহ লরিটি আটক করা গেলেও সিএনজিচালিত অটোরিকশার চালক পালিয়ে গেছেন উল্লেখ করে ওসি শফিকুর রহমান বলেন, এ ব্যাপারে ডেমরা থানায় একটি মামলা হয়েছে। চালককে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে।


প্রজন্মনিউজ২৪/ইমরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ