কেশবপুরে সমাজ কল্যাণের উদ্যোগে টিউবওয়েল স্থাপন

প্রকাশিত: ৩০ মে, ২০২৩ ০১:৪৯:৪৩

কেশবপুরে সমাজ কল্যাণের উদ্যোগে টিউবওয়েল স্থাপন

যশোর প্রতিনিধি: যশোর জেলার কেশবপুর উপজেলা সমাজ কল্যানের  উদ্যোগে  গত ৩০ মে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে  রাস্তার ধারে সর্বসাধারণের জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়।

উল্লেখ্য যে, এই টিউবওয়েল বসানোর স্থানটির দুই পাশে কয়েক হাজার বিঘা কৃষি জমি আছে। যেখানে প্রতিনিয়ত শত শত কৃষিজীবী মানুষ ও দিনমজুরেরা প্রখর রোদে কাজ করে থাকে। পানির তৃষ্ণা নিবারণের জন্য তাদেরকে যেতে হতো এক থেকে দেড় কিলোমিটার দূরে। তাদের কষ্ট নিবারনের জন্য এগিয়ে আসেন কেশবপুর সমাজ কল্যাণ পরিষদ।

পানির তৃষ্ণা নিবারণের জন্য এতদিন ধরে যাদের যেত হতো এক থেকে দেড় কিলোমিটার দূরে তাদের মুখে এখন তৃপ্তির হাসি। টিউবওয়েলটি স্থাপনের পর এলাকাবাসী ও কৃষিজীবী মানুষের মনে আনন্দ দেখা যায়।

টিবওয়েলটি স্থাপনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর ডিগ্রী কলেজের সাবেক ইংরেজি বিভাগের প্রধান, বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক অধ্যাপক মোক্তার আলি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ