আশুলিয়ায় ক্যাম্পাসকে  স্থায়ী  রাখার  দাবিতে মানারাতের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৩০ মে, ২০২৩ ১২:৪৮:২২

আশুলিয়ায় ক্যাম্পাসকে  স্থায়ী  রাখার  দাবিতে মানারাতের শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি: সাভার উপজেলা, আশুলিয়া থানায় অবস্থিত মানারাতের  ক্যাম্পাসকে স্থায়ী  রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবন থেকে মূল রাস্তা পার হয়ে গোলাপ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা নিজেদের দাবি তুলে ধরে। গতকাল সোমবার দুপুরে তারা এ মিছিল বের করে।

শিক্ষার্থীরা জানায়, তারা আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দেখে ভর্তি হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন গুলশানের ক্যাম্পাসকে স্থায়ী বলে স্থানান্তরের ঘোষণা দিয়েছে, যা আইনগতভাবে প্রতারণার অংশ। আবার গুলশান ক্যাম্পাসে নেই পর্যাপ্ত ক্লাস রুমের ব্যবস্থা। যা তাদের শিক্ষাগ্রহণকে ব্যাহত করবে। এছাড়াও গুলশান ক্যাম্পাসের আইনগত কোনো বৈধতাও নেই, ক্যাম্পাস নিয়ে মামলা চলমান। এমন পরিস্থিতিতে সেখানে ক্যাম্পাস স্থানান্তরের চিন্তা করা মানে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার সামিল।

শিক্ষার্থীরা আরো জানায়, তাদের কয়েকটি ডিপার্টমেন্টের ল্যাবরেটরি বাধ্যতামূলক। যেখানে পর্যাপ্ত ক্লাশ রুমই নেই, সেখানে ল্যাবরেটরি তো বিলাসিতা। কিন্তু ল্যাবরেটরি ছাড়া তাদের শিক্ষাগ্রহণ সম্ভব নয়। তাছাড়া গুলশানের মতো জনবহুল এলাকায় যাতায়াতে থাকবে জ্যামের ধকল। যা তাদের ক্লাস রুমে মনযোগ দেয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা নষ্ট করবে। ছোট ওই ক্যাম্পাসে নেই খেলার মাঠও। তাছাড়া শিক্ষার্থীদের থাকা ও খাওয়ার ব্যয়ভারও বেড়ে যাবে অনেকগুন। অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা  এখানে পড়ালেখা করে, তাদের পক্ষে  খরচ বহন করা সম্ভব নয়।

বিক্ষোভ  শেষে  শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে।


প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ