প্রকাশিত: ৩০ মে, ২০২৩ ০৯:৫২:৩১
টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের কাছাকাছি চলে গিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু শেষ বলে এসে টাইটান্স শিবিরকে হতাশার আগুনে পুড়িয়ে পঞ্চম ট্রফি জয়ের উদযাপন করেছে চেন্নাই সুপার কিংস। যদিও এই আইপিএল জুড়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শুভমান গিল।
১৬তম আসরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা গিল ফাইনালেও দারুণ শুরু করেছিলেন। কিন্তু ২০ বলে ৩৯ রানেই তাকে ফিরতে হয়েছে। যার মাধ্যমে এবারের আসরে ৮৯০ রান করেছেন গিল। ফলে সর্বোচ্চ রানসংগ্রাহকের পুরস্কারও উঠেছে ২৩ বছর বয়সী এই ব্যাটারের হাতে।
কেবল সেরা ব্যাটারই নন, শুভমান গিল ব্যক্তিগত পুরস্কারের তালিকায় শীর্ষে রয়েছেন। ফাইনাল শেষে তিনি একাই পেয়েছেন চারটি পুরস্কার। চ্যাম্পিয়ন না হয়েও, সেই তালিকায় রয়েছেন মোহাম্মদ শামি, যশস্বী জয়সওয়াল ও ফাফ ডু প্লেসিরা। সর্বোচ্চ রানের পর উইকেটের দিক থেকে এগিয়ে গুজরাট। দলটির প্রধান পেসার শামির হাতে উঠেছে সর্বোচ্চ উইকেটশিকারীর বেগুনী ক্যাপ।
আইপিএল আসরের ওপেনার শুভমান গিল ১৭ ম্যাচে ৮৯০ রান করেছেন। ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শুভমান। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৮৫টি চার মেরেছেন শুভমান। এছাড়া আরও দু'টি পুরস্কার উঠেছে তরুণ ওপেনারের হাতে। এই মৌসুমের ‘গেম চেঞ্জার’ এবং ‘সবচেয়ে মূল্যবান ক্রিকেটারে’র পুরস্কারও তিনিই পেয়েছেন। চার ক্যাটাগরিতে সবমিলিয়ে শুভমান পেয়েছেন প্রায় ৫২ (৪০ লাখ রুপি) লাখ টাকা।
প্রজন্মনিউজ২৪/সিয়াম
পাকিস্তানের বলারদের পাত্তাই দিলোনা অস্ট্রেলিয়া, টার্গেট ৩৫১
কারাভোগ শেষে মিয়ানমার থেকে দেশে ফিরলেন ২৯ বাংলাদেশি
২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ করতে পোশাক শিল্প জোড়ালো ভূমিকা রাখবে : শিক্ষামন্ত্রী
মনুপত্রের সঙ্গে চবির আইন বিভাগের চুক্তি স্বাক্ষরিত
খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৬
স্বপ্ন পূরণে শিক্ষার্থীর পাশে রাজশাহী কলেজ
পর্তুগালে অভিবাসীদের কৃষিখাতে শোষণের হার বাড়ছে
দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সিলেটের গোলাপগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার চেয়ে আন্দোলনে সাধারণ মানুষ