রাজনগরে উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠিত।

প্রকাশিত: ২৯ মে, ২০২৩ ০৪:৫৭:১২ || পরিবর্তিত: ২৯ মে, ২০২৩ ০৪:৫৭:১২

রাজনগরে উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠিত।

রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের চলতি বছরের (২০২৩-২০২৪) অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৬৮ হাজার ৮২৬ টাকা ও ব্যায় ধরা হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৫৭ হাজার ০২৬ টাকা।

২৯ মে (রবিবার) দুপুরে সদর ইউনিয়নের হলরুমে বার্ষিক বাজেট অনুষ্ঠানে সচিব পাপড়ি দত্তের উপস্থাপনায় রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সহ সভাপতি শঙ্কর দুলাল দেব,উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি ফয়সল আহমেদ।  এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের  সদস্য বৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ। 

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন,পূর্বের মতো এখন বরাদ্দ হচ্ছে না। ইউক্রেন -রাশিয়া  যুদ্ধের ফলে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে হুমকির সম্মুখীন। আমাদের অবস্থা এখনও অন্য দেশের তুলনায় ভালো রয়েছে, লন্ডনে পানির ও সবজির অভাব দেখা দিয়েছে। 

এ ছাড়াও বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সহ সভাপতি শঙ্কর দুলাল দেব। উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি ফয়সল আহমেদ তায়েফ, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিফজুর রহমান সহ ইউনিয়নের সদস্য বৃন্দ।এ সময় বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। 

 সভাপতির বক্তব্যে রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী বলেন, 
রাজনগর সদর ইউনিয়ন সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। গত বছর (এলজিআরডি) বাজেট ছিল ২৬ লক্ষ টাকা এ বছর কমে হয়েছে ৮ লক্ষ টাকা। এ ছাড়াও রাজনগর সদর ইউনিয়নে কখনো এমপি বরাদ্দ আসে না। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা ইউনিয়নকে রোল মডেল তৈরি করতে চাই। 


প্রজন্মনিউজ২৪/ইমরান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ