এরদোয়ানকে বিশ্ব নেতাদের অভিনন্দন

প্রকাশিত: ২৯ মে, ২০২৩ ১১:০৪:৪৯ || পরিবর্তিত: ২৯ মে, ২০২৩ ১১:০৪:৪৯

এরদোয়ানকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক :  টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।তার বিজয় উদযাপনে রাজধানী আঙ্কারাসহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ।বিদেশি নেতারাও জয়ের খবরে এরদোয়ানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই অভিনন্দন জানান কাতারের আমির তামিম বিন হামাদ। টুইট বার্তায় কাতারের আমির বলেন, ‘প্রিয় ভাই আমার রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার বিজয়ে অভিনন্দন। নতুন মেয়াদে আপনার সাফল্য কামনা করছি।’

টুইটারে অভিনন্দন বার্তায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ লিখেছেন, তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার জন্য এরদোয়ানকে অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়াতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। তুরস্ক এবং এর জনগণের চলমান অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

সৌদি আরবের বাদশাহ সালমান এরদোয়ানকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন যাতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানের নতুন মেয়াদের জন্য আমরা তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের সাফল্য এবং আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা পাঠাতে পেরে আমরা আনন্দিত।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ইচ্ছে পোষণ করেছেন।
লিবিয়ার প্রধানমন্ত্রী এরদোয়ানের আব্দুল হামিদ এরদোয়ানের জয়কে তুরস্কের বিজয় বলে আখ্যা দিয়েছেন।

এরদোয়ানের বিজয়কে অবিসংবাদিত উল্লেখ করে তাকে স্বাগত জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর ওরবান। ফিলিস্তিন, আজারবাইজান ও সার্বিয়ার রাষ্ট্র নেতারাও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তুরস্কের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।
টুইটারে জেলেনস্কি লিখেছেন, ‌‘আশা করছি নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে আমাদের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে।’

রাশিয়ার সাথে সংঘাত নিরসণে কয়েকবার মধ্যস্থতা করার চেষ্টা করেছিল তুরস্ক। এরদোয়ানের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা একাধিকবার আলোচনায়ও বসেছিলেন। তবে শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি। অবশ্য তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়া শস্যচুক্তি এখনও বহাল রয়েছে।

এর আগে এরদোয়ানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিনন্দন জানিয়েছে। ফ্রান্স, জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোও এরদোয়ানকে স্বাগত জানিয়েছে।

 তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা খবর পুরনো। ইউক্রেন সংঘাত প্রসঙ্গেও পুতিনের পাশেই থেকেছেন এরদোয়ান।

টানা তৃতীয়বারের মতো তুরস্কের মসনদে বসতে চলেছেন এরদোয়ান। মিত্রের এমন সফলতায় তাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এক শুভেচ্ছা বার্তায় পুতিন বলেছেন, ‌‘তুরস্কের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার স্বার্থহীন কর্মের ফল স্বরূপ প্রাকৃতিকভাবে আপনি ভোটে জিতেছেন। আপনার শক্তিশালী সার্বভৌম ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি সমর্থনের প্রমাণ দিয়েছে জনগণ।’

পুতিন আরও বলেছেন, ‘আমরা বিভিন্ন সহযোগিতামূলক ক্ষেত্রে তুরস্ক ও রাশিয়ার সম্পর্ক উন্নয়নে আপনার ব্যক্তিগত উদ্যেগকে স্বাগত জানাই।’


প্রজন্মনিউজ২৪/এমএইচ

এ সম্পর্কিত খবর

পাকিস্তানের বলারদের পাত্তাই দিলোনা অস্ট্রেলিয়া, টার্গেট ৩৫১

২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ করতে পোশাক শিল্প জোড়ালো ভূমিকা রাখবে : শিক্ষামন্ত্রী

মনুপত্রের সঙ্গে চবির আইন বিভাগের চুক্তি স্বাক্ষরিত

শিক্ষাদানে নবীজির অনুপম আদর্শ

বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা অযৌক্তিক : তথ্যমন্ত্রী

ধর্মশালায় টাইগাররা, দলের সঙ্গে নেই সাকিব

অনড় শিক্ষক সমিতি ও প্রশাসন,বাড়ছে শিক্ষার্থীদের হতাশা

জাপানের ডেঙ্গু টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিত্যপণ্যের দাম বাড়ার কারণ জানালো বিশ্বব্যাংক

টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার জরুরি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ