প্রকাশিত: ২৮ মে, ২০২৩ ০৩:২২:০৭
ধর্ম ডেস্ক: নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত অবতীর্ণ করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ! তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। (সুরা আহজাব, আয়াত : ৫৬)
দরুদ পাঠের ফজিলত
রাসূলের প্রতি দরুদ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহতায়ালা তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন। (সহিহ মুসলিম)।
অন্য হাদিসে রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তায়ালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয়। (নাসায়ী)
রাসূলের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি কেয়ামতের দিন রাসূলের কাছে থাকবে। এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, কেয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তিই আমার অধিক নিকটতম হবে, যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে। (তিরমিজি)।
যেসব সময়ে দরুদ পড়তে হয়
সাধারণত যেকোনও সময় পবিত্র অবস্থায় দরুদ শরীফ পাঠ করে এর ফজিলত ও সওয়াব অর্জন করা সম্ভব। তবে বিশেষ যেসব সময়ে দরুদ পড়তে হয়, তাহলো-
প্রজন্মনিউজ২৪/একে
পাঁচ দিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার
শ্রীমঙ্গলে পর্যটক হত্যা, মামলার প্রধান আসামী গ্রেফতার
বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ল টাইগাররা
বিশ্বকাপের দল ঘোষণা কখন, জানালো বিসিবি
চবিতে চবিসাস ও সিইউজিএনের ২৪ ঘন্টার আল্টিমেটাম
সহকারী জজ নিয়োগ পরীক্ষা,রাবির এক ব্যাচ থেকেই ১০ শিক্ষার্থীর বাজিমাত
সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী