প্রকাশিত: ২৫ মে, ২০২৩ ০৪:০৮:৪৫
বিনোদন ডেস্কঃ চলে গেলেন ‘কুইন অফ রক এন রোল’খ্যাত কিংবদন্তি পপ গায়িকা টিনা টার্নার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর সংবাদে এমনটাই জানা গেছে।
বুধবার (২৪ মে) সুইজারল্যান্ডের জুরিখে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টিনা। দীর্ঘদিন ধরে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন তিনি। ২০১৬ সালে তার অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। ২০১৭ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়।
১৯৩৯ সালের ২৬ নভেম্বর টেনেসির নাটবুশে জন্ম টিনার। মা-বাবা তার নাম রেখেছিলেন আনা মাই বুলক। ষাটের দশক থেকে পপ শিল্পী হিসেবে আনা ওরফে টিনার জনপ্রিয়তা বাড়তে থাকে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তাকে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
ক্যারিয়ারের এক পর্যায়ে তিনি গান থেকে কিছুটা দূরে সরে যান। এরপর ১৯৮০ সালে প্রত্যাবর্তন করেন। একের পর এক সুপারহিট গান শ্রোতাদের উপহার দেন। তার সংগীতের ঝুলিতে রয়েছে ‘হোয়াট’স লভ গট টু ডু উইদ ইট’’, ‘প্রাইভেট ডান্সার’, ‘সিম্পলি দ্য বেস্ট’-এর মতো সুপারহিট গান।
তার গানের ১৮০ লাখেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। জীবদ্দশায় তিনি ১২টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তার জীবনী নিয়ে সিনেমাও তৈরি হয়েছিল— ‘হোয়াট’স লভ গট টু উইদ ইট’। ‘টিনা— দ্য টিনা টার্নার মিউজিক্যাল’ নামে একটি ব্রডওয়ে মিউজিক্যালও তৈরি হয়েছিল তার জীবনী অবলম্বনে।
প্রজন্মনিউজ২৪/ইমরান
পাকিস্তানের বলারদের পাত্তাই দিলোনা অস্ট্রেলিয়া, টার্গেট ৩৫১
কারাভোগ শেষে মিয়ানমার থেকে দেশে ফিরলেন ২৯ বাংলাদেশি
খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৬
স্বপ্ন পূরণে শিক্ষার্থীর পাশে রাজশাহী কলেজ
পর্তুগালে অভিবাসীদের কৃষিখাতে শোষণের হার বাড়ছে
সিলেটের গোলাপগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার চেয়ে আন্দোলনে সাধারণ মানুষ
৯ মাসে দেশে ধর্ষণের শিকার ৮’শত ২৯জন, যার অধিকাংশ শিশু
রাশিয়ান জাহাজে পৌছালো রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল
অনড় শিক্ষক সমিতি ও প্রশাসন,বাড়ছে শিক্ষার্থীদের হতাশা
জাপানের ডেঙ্গু টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার