প্রকাশিত: ২৪ মে, ২০২৩ ০২:৩৪:৪৫ || পরিবর্তিত: ২৪ মে, ২০২৩ ০২:৩৪:৪৫
শ্রাবণের মেঘ শ্রাবণের প্রথম বৃষ্টিতে তোমার চুল ভেজানো আমি দূর থেকে দেখেছিলাম। বৃষ্টির ফোটার সাথে তোমার সখ্যতা দেখেছিলাম সেদিন, কালো মেঘের সাথে তোমার কেশ মিলেমিশে এক অদ্ভুত শিল্পীর রঙে রঙিন হয়ে গেছে। আমি তাকিয়ে দেখি সবুজ ঘাসের উপর হেটে চলা। আমি তোমার পিছন হাটছি, তোমার পায়ে নুপুরের শব্দ আর হাত ভর্তি রঙিন চুড়ির শব্দ শুনি। তোমার এলোমেলো পা ফেলার দিকে আনমনে তাকিয়ে থাকি। সাধারণত তুমি পিছপা হও না, কিন্তু সেদিন তুমি কি ভেবে যেন পিছন তাকালে, অমনি দেখতে পেলাম তোমার লজ্জা মাখা মুখখানি, যা আমার এই সরল অন্তরে নিয়মিত ধাক্কা দেয়। তোমার চাহনি বিকেলের এই নির্মল পরিবেশের মতোই সুন্দর, তুমি ছুটে আসো বাতাসের বেগে আমার দিকে, আমি তোমার হৃদস্পদন স্পষ্ট শুনতে পাই। আমি দেখছি তোমার ভালোবাসার গভীরতা, আরো দেখছি ওই চোখের চাহনী সাথে মুখের সফেদ হাসি।
লেখক: মহিউদ্দিন আহমাদ
শিক্ষার্থী- আবুজর গিফারী কলেজ
প্রজন্মনিউজ২৪/এমএ
যুদ্ধের মধ্যেই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো রাশিয়া
বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে দুই হাজার কোটি টাকা
হলিউড-বলিউডে কোণঠাসা দেশের ছবি!
চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগ
‘মেঘালয় বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে অবদান রাখতে প্রস্তুত’