ইতালি থেকে দেড় মাস পর আবু তালহার লাশ দেশে, দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৩ ১১:৪৩:৩১

ইতালি থেকে দেড় মাস পর আবু তালহার লাশ দেশে, দাফন সম্পন্ন

স্বপ্ন বাস্তবায়ন আর সুখের দেখা পাওয়া হয়নি তালহার। দেশে ফিরতে হলো তাকে লাশ হয়ে। তার পরিবারে এখন চলছে আহাজারি। লিবিয়া থেকে ইতালি পৌঁছার পর সেভ রুমেই মৃত্যুবরণ করেছেন আবু তালহা। ইতালি সীমান্তে দালালদের একটি সেভ রুমে মৃত্যুবরণ করেন তিনি।

দীর্ঘ ১মাস বিশ দিন পর আজ ১৬ এপ্রিল পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সহযোগিতায় লাশটি দেশে আনা হয়। আবু তালহার চেহারা একবার হলে দেখার জন্য অপেক্ষায় ছিলেন বাবা মা আত্মীয় স্বজনসহ সবাই।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের জলসি গ্রামের মাস্টার খলিলুর রহমান  ছেলে আবু তালহা।

জলসী গ্রামে শোকের ছায়া বইছে। বাদ আছর জলসী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জানাযা শেষে দাফন করা হয়।

আবু তালহার পিতা খলিলুর রহমান বলেন, আমার ছেলের লাশ দেশে আনতে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। ছেলের জন্য দোয়া চাই আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


প্রজন্মনিউজ২৪/হাসিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ