প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৩ ০৬:৫১:২৫ || পরিবর্তিত: ০১ এপ্রিল, ২০২৩ ০৬:৫১:২৫
মাহমুদুল হাসান, সিনিয়র রিপোর্টারঃ দেশের স্বাস্থ্যখাতে দ্বিগুণেরও বেশি নার্স প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা গত ১০ বছরে ৩৪ হাজার নিয়োগ দিয়েছি, সামনে আরও নার্স নিয়োগ দেয়া হবে। আমাদের যে নার্স আছে তার দ্বিগুণের বেশি প্রয়োজন।’
শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কম্প্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবার জন্য নার্সদের ভূমিকা অনেক। আমরা বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নিয়েছি। এ জন্য তাদের বিশেষায়িত প্রশিক্ষণের আওতায় এনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এতে নার্সিং সেবা অনেকদূর এগিয়ে যাবে।’
জাহিদ মালেক আরো বলেন, দেশে বর্তমানে ৮৫ হাজার নার্স কাজ করছে। এর মধ্যে ৪৫ হাজার সরকারি, আর বাকিরা বেসরকারি। দেশে নার্সদের ৩৫০টি ইনস্টিটিউটে ৩৪ হাজার সিট আছে।
চিকিৎসকদের ইনস্টিটিউশনাল প্র্যাকটিস প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ সরকারি হাসপাতালগুলোতে ২টার পর কোনো ডাক্তার থাকে না। কিন্তু ২টার পরই হাসপাতালে রোগী বেশি থাকে। সে কারণে আমরা হাসপাতালগুলোতে প্রাতিষ্ঠানিক চেম্বার কার্যক্রম শুরু করেছি। একজন চিকিৎসক বাইরে যে সময় দিত, সেটাই এখানে দেবে। এতে হাসপাতালে যেসব রোগী ভর্তি থাকে, তারাও সেবা নিতে পারবে।’
প্রজন্মনিউজ২৪/উমায়ের
সিলেটের গোলাপগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার চেয়ে আন্দোলনে সাধারণ মানুষ
খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠুন, এটা আমরা চাই : হানিফ
ডেঙ্গুর হটস্পটের ১৫ এলাকার ১১টিই ঢাকা উত্তর সিটির
বশেমুরবিপ্রবি শিক্ষদের অনির্দিষ্টকাল কর্মবিরতি, নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন
সিলেট জুড়ে দেশী মাছের সংকট তীব্র আকার ধারণ করছে
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই