প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৩ ১০:১৮:৪৪ || পরিবর্তিত: ২৭ মার্চ, ২০২৩ ১০:১৮:৪৪
রাসেল শিকদার, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় রোববার (২৬ মার্চ) বিকেলে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জন নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে জানু মেম্বারের পুকুরে মাছ ধরতে গিয়ে ডিঙ্গামানিক ইউনিয়নের বাসিন্দা শাহিন শেখসহ কয়েকজন বজ্রপাতে গুরুতর আহত হয়। শাহিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য বুলবুল আহম্মেদ বলেন, পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।
নড়িয়ার মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুল জমাদ্দার বলেন, শাহীন শেখ (৩৫)নামে একজনকে সন্ধ্যার আগে হাসপাতালে এনেছিল তার স্বজনরা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত অন্য দুজন হলেন এলাহী বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৪০) ও আবুল বাসার মাঝির ছেলে শাহীন মাঝি (৩৬)। নিহতরা সবাই ডিঙ্গামানিক গ্রামের বাসিন্দা।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি বলেন বিকেলে তিন ব্যক্তি পুকুরে মাছ ধরার জন্য যায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়।
প্রজন্মনিউজ২৪/হাসিব
শাজাহানপুরে তীব্র গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা
বুটেক্স ক্যান্টিন যেন শিক্ষার্থীদের বিষফোঁড়া
শেরপুরে ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট প্রোগ্রামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বৃষ্টির দিকে তাকিয়ে বিদ্যুৎ বিভাগ
নোয়াখালীতে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা
বাংলাদেশ সফরে এসেছেন ভারতের সেনাপ্রধান
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যেন ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী