প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ০৪:৩৬:৪৯
নজরুল ইসলাম রাজন, ক্যাম্পাস প্রতিনিধিঃ ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজ পীরগন্জ্ঞ, রংপুর যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬ মার্চ) ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইন্জ্ঞিনিয়ারিং কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল—সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ।
এছাড়াও কলেজ অডিটরিয়ামে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পরিবেশনা, আলোচনা সভা ও একক অভিনয়।
স্বাধীনতাদিবস উপলক্ষে কলেজে লাল ও সবুজ রঙের আলোকসজ্জা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ ইন্জ্ঞিনিয়ার মোঃ আব্দুর রকিব তিনি বলেন, দেশপ্রেম, সততা, আন্তরিকতা ও নিষ্ঠাসহকারে জাতির পিতার সোনার বাংলা গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করার আহবান জানান। তিনি উপস্থিত ছাত্রদের স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান।
আরো উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক জনাব এস এম কবির হোসেনও মোঃ রনজু মিয়া । প্রভাষক মোঃ আসিফ হোসেন, মাহমুদুল হাসান, নূর আলম, মেহেদী হাসান এবং সাইদুর রহমান।
বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রজন্মনিউজ২৪/একে
বুটেক্স ক্যান্টিন যেন শিক্ষার্থীদের বিষফোঁড়া
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যেন ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী
মানারাতের ভিসি ও ড. ওবায়দুল্লাহসহ শিক্ষকদের বিরুদ্ধে মামলা
সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
কোটচাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
তীব্র লোডশেডিং, খোলা আকাশের নিচে ক্লাস