রংপুর টেক্সটাইল ইন্জ্ঞি‌নিয়া‌রিং কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ০৪:৩৬:৪৯

রংপুর টেক্সটাইল ইন্জ্ঞি‌নিয়া‌রিং কলেজে স্বাধীনতা দিবস উদযাপিত

নজরুল ইসলাম রাজন, ক‌্যাম্পাস প্র‌তি‌নি‌ধিঃ ড. এম এ ওয়া‌জেদ মিয়া ‌টেক্সটাইল ইন্জ্ঞি‌নিয়া‌রিং ক‌লেজ পীরগন্জ্ঞ, রংপুর যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‌বিবার (২৬ মার্চ) ড. এম এ ওয়া‌জেদ মিয়া টেক্সটাইল ইন্জ্ঞি‌নিয়া‌রিং কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এসব কর্মসূচির মধ্যে ছিল—সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থী‌দের  কবিতা আবৃত্তি, কুইজ প্র‌তি‌যোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ।

এছাড়াও কলেজ অডিটরিয়ামে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পরিবেশনা, আলোচনা সভা ও একক অভিনয়।

স্বাধীনতাদিবস উপলক্ষে কলেজে লাল ও সবুজ রঙের আলোকসজ্জা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ ইন্জ্ঞি‌নিয়ার মোঃ আব্দুর র‌কিব তিনি বলেন, দেশপ্রেম, সততা, আন্তরিকতা ও নিষ্ঠাসহকারে জাতির পিতার সোনার বাংলা গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করার আহবান জানান। তিনি উপস্থিত ছাত্রদের স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান। 

আরো উপস্থিত ছি‌লেন সহকা‌রি অধ‌্যাপক জনাব এস এম ক‌বির হো‌সেনও মোঃ রনজু মিয়া । প্রভাষক মোঃ আসিফ  হো‌সেন, মাহমুদুল হাসান, নূর আলম, ‌মে‌হেদী হাসান এবং সাইদুর রহমান।

বিজয়ী‌দের পুরস্কার বিতরণ এবং ইফতার মাহ‌ফি‌লের মধ‌্য দি‌য়ে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘটে।


প্রজন্মনিউজ২৪/একে

এ সম্পর্কিত খবর

সিলেটে সর্বজনীন পেনশন স্কীমের উদ্বোধন

বেরোবিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কর্মশালা ও ইফতার

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

বাংলা কলেজের ছাত্র না হয়েও তারা কলেজ ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

ইউ এন ও এর সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান শক্ত অবস্থানে রয়েছে

ঈশ্বরদী জংশনে সাহরিতে ট্রেন যাত্রীদের পকেট কাটলো দোকানিরা

ইউআইটিএসে দিন ব্যাপী স্বাধীনতা দিবস উদযাপন

সিলেট সেনানিবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমরাস্ত্র প্রদর্শনী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ