ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ০৪:২৭:৪৯

ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ

হাসিব বিল্লাহ পিরোজপুর প্রতিনিধিঃ ইন্দুরকানীতে এক কৃষকের জমি দখল করেছে প্রভাবশালীরা। শনিবার
দুপুর এর দিকে উপজেলার বালিপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বালিপাড়া গ্রামের কৃষক আবুল কালাম খানের দখলীয় কবরস্থান সহ পাঁচ শতাংশ জমি একই গ্রামের সুলতান শেখ ও তার ছেলে সাফায়েত শেখের নেতৃত্বে দশ থেকে বার জন লোক দখল করে ঘরের
ছালনা দিয়ে রাখে। 

এর আগে গত ১৯ মার্চ পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেডের আদালতে আবুল কালাম খান বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করলে আদালত ঊভয় পক্ষকে পূর্বের অবস্থায় থাকার নির্দেশনা দিয়ে থানার ওসি কে অনুলিপি দেয়। কিন্তু আদালতের নির্দেশনা মানছেনা প্রভাবশালীরা। 

কৃষক আবুল কালাম খান জানান,আদালতের নিষেধাজ্ঞা না মেনে আমার দখলীয় জমি ও কবরস্থান সুলতান শেখ ও সাফায়েত শেখ লোকজন নিয়ে রাতে আধারে দখল করে ঘর তুলছে। ইন্দুরকানী থানার ওসি কে জানালে তিনি বলছেন এ বিষয় ব্যবস্থা নিচ্ছি।

অভিযুক্ত সাফায়েত শেখ জানান,আমার বাড়ীতে যাওয়ায় রাস্তা নাই এই জমি ক্রয়সুত্রে মালিক তাই কালাম খান ঘর তুলতে পারে বলে আমরা ঘর তুলছি। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। তবে তিনি
রায়ের কপি দেখাতে পারেননি।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, দুই পক্ষই জমি দাবী করে আসছে। বিষয়টি আদালত ফয়সালা দেবে।কেহ জবর দখল করে আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।


প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ