স্বাধীনতা দিবসে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগের দুই গ্রুপ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ০৪:৫১:২৯ || পরিবর্তিত: ২৬ মার্চ, ২০২৩ ০৪:৫১:২৯

স্বাধীনতা দিবসে সংঘর্ষে জড়ালো আওয়ামী লীগের দুই গ্রুপ

অনলাইন ডেস্ক: বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় স্থানীয় এমপির সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছ। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস সরদারসহ বেশকয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

দলীয় একাধিক সূত্র জানায়, সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহ আলম তালুকদার। সকাল সাড়ে ৯টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে হাজির হলে তার সঙ্গে উপস্থিত হন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ওরফে ইকবাল


প্রজন্মনিউজ২৪/জেড আই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ