দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় সাধারণ মানুষ 

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ০৩:৩৫:৪৫ || পরিবর্তিত: ২৬ মার্চ, ২০২৩ ০৩:৩৫:৪৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় সাধারণ মানুষ 

বাকি বিল্লাহ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগীসহ প্রায় সকল নিত্যপণ্য। এতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে সকল প্রকার মাছসহ ডিম ও মুরগীর দাম বেড়েছে। মুরগী কেজিপ্রতি ৪০ টাকা কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না।

বাজার ঘুরে দেখা গেছে , গত সপ্তাহে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হওয়া চিংড়ি আজকের বাজারে বিক্রি হচ্ছে ১২শত টাকায়। ৬ শত টাকা কেজির টেংরা বিক্রি হচ্ছে ৭ শত টাকায়, মাঝারি রুই কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়, কেজিপ্রতি ১০ টাকা বেড়ে পাংগাস মাছ বিক্রি হচ্ছে ১ শত ৬০ থেকে ১৮০ টাকায়। তেলাপিয়া গত সপ্তাহে ১ শত ৭০ টাকা কেজি বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২ শত টাকায়। ছোট ও মাঝারি আকারের ইলিশ কেজিপ্রতি ১ শত টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭ শত টাকা থেকে শুরু ১ হাজার টাকা কেজি পর্যন্ত। মাঝারি সাইজের শিং ও পাবদা কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। এছাড়া সকল প্রকার দেশীয় ও গুড়া মাছ কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩ শত টাকা থেকে শুরু করে ১২ শত টাকা।

মাছের দাম বাড়ার পেছনে সরবরাহ কম ও খাবারের দাম বৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতারা। এতে বাজারে এসে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে।

এদিকে সবজির বাজার ও চলছে লাগামহীন, প্রতিকেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, সজনে বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে,ঢেঁরশ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি,আলু বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজি,মাঝারি সাইজের মিষ্টি কুমড়ে ৫০-৬০ টাকায়, লাউ ৮০-১০০ টাকা,পেঁপে ৩০-৪০ টাকা,কড়লা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১২০ টাকার কেজির নিচে পাওয়া যাচ্ছে না কাঁচা মরিচ। 

মাছ,মাংস,সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম এই হারে বৃদ্ধির ফলে সাধারণ ক্রেতারা পরেছেন বিপাকে। পরিবারের অন্যান্য খরচের সাথে পবিত্র মাহে রমজানে বাজারের জিনিসপত্র কিনতে গিয়ে মাথায় হাত পরেছে পরিবার কর্তাদের। বিশেষ করে মসজিদের ইমাম,শিক্ষক,দিনমুজুর সহ নিম্ন আয়ের মানুষেরা পরিবারের খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে। 

মাওলানা আব্দুল বাসেদ নামে গ্রামের এক মসজিদ ইমাম জানান, নিত্যপণ্যের দামের সাথে আমাদের বেতন তো বাড়তেছে না ফলে নিরব কষ্টে কোন রকম পরিবার চালাতে হচ্ছে।

প্রজন্মনিউজ২৪/হাসিব 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ