প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩ ১২:৫১:০৭ || পরিবর্তিত: ২৬ মার্চ, ২০২৩ ১২:৫১:০৭
সামিদুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।
দিবসটির প্রথম প্রহরে ৩২ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে জেলা পুলিশ, বগুড়া'র পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহরের মুক্তির ফুলবাড়ী ও পুলিশ লাইন্সের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুষ্পস্তবক অর্পণ শেষে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪/হাসিব
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যেন ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী
সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
কোটচাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ইটের বিকল্প হতে পারে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
জামায়াতকে ঢাকায় বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি: ডিএমপি
২৪ ঘণ্টায় ৬৮ জনের করোনা শনাক্ত
ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ৯ মাসের শিশুর মৃত্যু