পানির নিচেও চলে এমন ড্রোন পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩ ১২:৪৬:৪৬

পানির নিচেও চলে এমন ড্রোন পরীক্ষা উত্তর কোরিয়ার

নিউজ ডেস্ক: এবার পানির তলায় নতুন প্রযুক্তির ড্রোন ব্যবহার করল কিম জং উন। নতুন এই যান পানির নিচেও অনায়াসে চলতে পারে। ধ্বংস করতে পারে শত্রুপক্ষের নৌযান, সাবমেরিন ও বন্দর। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে।

শুক্রবার(২৪মার্চ) কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশনা ও তত্ত্বাবধানে একটি সামরিক মহড়া চালায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। এ সময় নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ মহড়ায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম ড্রোনটিও পরীক্ষা করা হয়। প্রায়ই কোরিয়া সাগরে যৌথ সামরিক মহড়া চালায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এ মহড়াকে যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছিল উত্তর কোরিয়া।

সে দেশের জাতীয় সংবাদমাধ্যমের তরফে বলা হয়, ‘দেশের জলসীমায় যারা অবৈধভাবে ঢুকে পড়ে, তাদের আটকাতেই নতুন অস্ত্রের ব্যবহার করছি। নতুন এই ড্রোনের ব্যবহার করে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হবে। তার ফলেই ধ্বংস হবে শত্রুপক্ষের নৌবাহিনী। এমনকি অন্য দেশের বন্দর লক্ষ্য করেও এই ড্রোন ব্যবহার করা হতে পারে।’


প্রজন্মনিউজ২৪/উমায়ের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ