প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩ ১০:১৬:৪৮
রাবি প্রতিনিধি: আবাসিক হলে নিজের নামে বরাদ্দকৃত আসনে উঠতে হয়রানির শিকার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিক্ষার্থী নাদিম আলী অবশেষে হলে আসন বরাদ্দ পেয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে ভুক্তভোগী নাদিম বলেন, 'আলহামদুলিল্লাহ, গত পরশুদিনই (২২ মার্চ) আমার সিট সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আমাকে হল প্রাধ্যক্ষ সিটে তুলে দিয়েছেন এবং আবাসিকতার কার্ডও দিয়েছেন। তিনি আমার কক্ষে এসে বিষয়টির সমাধান করেছেন, সেই সঙ্গে স্যার বলেছেন কোনো সমস্যা হলে উনাকে আবার জানাতে।'
এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, সেই শিক্ষার্থীর সুবিধার কথা বিবেচনা করে তার কক্ষ পরিবর্তন করা হয়েছিল। যাতে ওয়াশরুমের কাছাকাছি সে থাকতে পারে। নির্দিষ্ট কক্ষে (২৫৫ নম্বর কক্ষে) তার থাকতে সমস্যার বিষয়টি জানা মাত্রই আমি গত ২২ তারিখ সকালে গিয়ে সে সমস্যার সমাধান করে দিয়েছি। এখন সে ওই কক্ষেই আছে ৷ তার এখন কোনো সমস্যা নেই এবং সে নিরাপদে আছে।
উল্লেখ্য, নাদিম আলী শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার নাদেরাবাদ গ্রামের মো. বাইরুল ইসলামের ছেলে। বাবা পেশায় একজন দিনমজুর। গত ২১ মার্চ তিনি হলে বরাদ্দকৃত আসনে উঠতে হল শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদ আলীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন।
প্রজন্মনিউজ২৪/হাসিব
জবি অধ্যাপককে মারধর করা সেই চেয়ারম্যানসহ চার আসামিকে কারাগারে প্রেরণ
আন্তর্জাতিক দুগ্ধ দিবস উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা ও ডেইরি উপকরণ বিতরণ
বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট
এভারেস্ট জয়ের ৭০ বছরে জয়ীদের কীর্তি বললেন সন্তানরা
এবার স্ক্রিন শেয়ারের সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে
ফুল ও সবজি বাগানে বদলে গেছে রৌমারী থানার দৃশ্যপট