প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩ ১০:০৯:২৯
সৈয়দ তামিম হাসান, জেলা প্রতিনিধি: এলাকার দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা আনসার উদ্দিন নিহত হন। জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে লিন্ডা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। তিনি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।
শুক্রবার(২৪ মার্চ) দুপুর ২ টার দিকে নগরীর শিরোমনি এলাকায় এঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় লোকজন জানান, শেখ আনসার উদ্দিন শুক্রবার দুপুরে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি পূর্বপাড়া বায়তুল আকসা জামে মসজিদে জুম্মার নামাজ পড়েন। এরপর মসজিদ থেকে বাসায় ফিরছিলেন। এ সময় মোটর সাইকেলে করে এসে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
দিঘলিয়া থানার ওসি রিপন কুমার জানান, আনসার উদ্দিনের বাড়ি দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। তার বিরুদ্ধে বারাকপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী জাকির হোসেন হত্যা মামলাসহ ৭টি মামলা রয়েছে। বারাকপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে গাজী জাকিরের কাছে আনসার উদ্দিন পরাজিত হয়েছিলেন। গাজী জাকির খুন হওয়ার পর উপ-নির্বাচনে আনসার প্রার্থী হলেও ঋণ খেলাপির কারণে প্রার্থীতা বাতিল হয়ে গিয়েছিল।
খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
প্রজন্মনিউজ২৪/উমায়ের
নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
দু’বার প্রতারণার শিকার হয়েছি আর নয়, নির্বাচনী সংলাপ নিয়ে ফখরুল
ব্যবসায়ীকে আটকে ৭২ লাখ টাকার চেক লিখে নিল পুলিশ
কিশোর গ্যাংয়ের হামলায় তরুণ নিহত
নোয়াখালীতে ব্যবসায়ী হত্যা, লাশ রেখে গেল চেয়ারে
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন আছে বলে মনে করি না: তথ্যমন্ত্রী