প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৩ ০৫:২৪:৩২
আবদুল্লাহ মামুন, পাবনা প্রতিনিধি: পবিত্র রমজান মাসে অসচ্ছল শিক্ষার্থীদের ইফতার ও সেহেরী খরচ দেওয়ার কথা জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রলীগ।
শুক্রবার (২৪ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে সভাপতি ফরিদুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক নুরুল্লাহ-র বরাত দিয়ে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রার মানে বিরূপ প্রভাব পড়ছে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি সাহরি ও ইফতারের খরচ জোগাতে অসমর্থ হন তাহলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ঐ শিক্ষার্থীকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাউকে ব্যাপারটি অবহিত করলে নাম পরিচয় গোপন রেখে ঐ শিক্ষার্থীকে সহযোগিতা করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান আছেন যারা রমযানে ক্লাস ও পরীক্ষা চলার কারণে পরিবারের সাথে থাকতে পারছেনা। আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় রমযানে তারা নিজেদের ব্যয়ের খরচ জোগাতে পারছেনা। দেখা যায় তারা নিজেদের সমস্যার কথা সরাসরি কাউকে জানাতেও পারেন না। তাই এ রমজানে আমরা তাদের পাশে থাকার উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ সকল সময় শিক্ষার্থীদের পাশে থেকে সংকট ও মানবিকতায় সকল সময় কাজ করে গিয়েছে, আগামীতেও একই ধরনের কাজ করে যাবে।
প্রজন্মনিউজ২৪/উমায়ের
শাজাহানপুরে তীব্র গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা
বুটেক্স ক্যান্টিন যেন শিক্ষার্থীদের বিষফোঁড়া
শেরপুরে ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট প্রোগ্রামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রাশিয়ার তেল কিনে ভারতের নতুন রেকর্ড
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১
বৃষ্টির দিকে তাকিয়ে বিদ্যুৎ বিভাগ
নোয়াখালীতে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা