ক্যান্সারের বিভীষিকায় স্বপ্ন পূরণ হলোনা জাবিরের

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৩ ০১:৫২:৫১

ক্যান্সারের বিভীষিকায় স্বপ্ন পূরণ হলোনা জাবিরের

বাগেরহাট প্রতিনিধি: মাওলানা জাবির হুসাইন, বিপদে যিনি ছিলেন মানুষের পাশে। নিজ এলাকায় ধর্মীয় কাজে ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রথমে যে সবার আগে এগিয়ে আসতো। অসংখ্য শিক্ষার্থীকে ফ্রী টিউশনি করিয়েছেন। স্বপ্ন ছিলো শিক্ষকতা করবেন। চতুর্থ গণ বিঙ্গপ্তিতে চাকরিও হলো কিন্তু মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিলো তার স্বপ্ন।

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পাচলী গ্রামের মেহের মল্লিকের ছেলে মাওলানা জাবির হুসাইন। চৌত্রিশ বছরের তাগড়া যুবক। দুই মেয়ে সন্তানের জনক। নানা চরাই উতরাই পেরিয়ে সে মাদ্রাসা শিক্ষার সর্বচ্চো পর্যায় কামিল শেষ করেন। তার স্বপ্ন ছিল শিক্ষকতা করবেন। চলতি বছর বেসরকারী শিক্ষক নিয়োগের গণ বিঙ্গপ্তিতে আবেদন করেন। এর কিছু দিন পর হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। একসময় জানা যায় সে মরণব্যাধি ক্যান্সারের আক্রান্ত হয়েছেন, সাথে তার কিডনি নষ্ট হয়ে গেছে।

এর কিছু দিনের মধ্যে চতুর্থ গণ বিঙ্গপ্তির ফলাফল প্রকাশ পেলে দেখা যায় সে হাবেলি সালেহি দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কিন্তু তার যে মরণব্যাধি ক্যানসার। সব আনন্দ নিমিষেই হারিয়ে গেলো। তখন শুধু তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হয়ে বৃহস্পতিবার (২৩ই মার্চ) রাতের প্রথম ভাগেই না ফেরার দেশে চলে যান।


প্রজন্মনিউজ২৪/হাসিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ