প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৩ ১২:৫৭:৫৮
এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবেও এবার সাদামাটা ইফতার করবেন।
প্রধানমন্ত্রী ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রী এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন তারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন।
হাসান জাহিদ তুষার বলেন, আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইফতারও হবে সাদামাটা। ব্যক্তিগত ইফতারে তিনি কৃচ্ছতা সাধন করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে প্রায় ২৫ কোটি টাকার মতো সাশ্রয় করেছে। এই সাশ্রয়ী নীতি তিনি পালন করছেন। গণভবনে যেখানে আটটি লাইট ব্যবহার হতো সরকারপ্রধান এখন সেখানে দুটি লাইট ব্যবহার করেন। এসব বিষয়ে তিনি নিজেই খেয়াল রাখেন।
প্রজন্মনিউজ২৪/হাসিব
জবি অধ্যাপককে মারধর করা সেই চেয়ারম্যানসহ চার আসামিকে কারাগারে প্রেরণ
আন্তর্জাতিক দুগ্ধ দিবস উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা ও ডেইরি উপকরণ বিতরণ
বিএনপি নেতার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল
শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
তুরস্কের প্রেসিডেন্টকে হাসনা মওদুদের অভিনন্দন
বান্দরবানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সৈনিক নিহত: আহত এক জেসিও
জাপানকে নির্বাচন পর্যবেক্ষণের অনুরোধ জানালেন সিইসি