প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ০৬:০১:২৬ || পরিবর্তিত: ২৩ মার্চ, ২০২৩ ০৬:০১:২৬
অনলাইন ডেক্স: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টর্নেডো আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টর্নেডো আঘাত হানে, যার স্থায়িত্ব ছিল মাত্র এক মিনিট। তবে নিহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
টর্নেডোতে সুন্দরবন সংলগ্ন কালিঞ্চির মধ্যপাড়া, কলোনিপাড়া, গেটপাড়া ও গোলাখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গাছ উপড়ে গেছে। ১৫টিরও বেশি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, ৩০টিরও বেশি বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।
এ সময় কালিন্দী নদীতে ভেসে যাওয়া দুই ব্যক্তিকে নৌ-পুলিশ ও বিএসএফ সদস্যদের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী।
স্থানীয়রা জানানা, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টর্নেডো কালিঞ্চি ও গোলাখালী এলাকায় তাণ্ডব চালায়। এতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া অসংখ্য গাছ উপড়ে বাড়িঘর, রাস্তাঘাটে পড়েছে। এতে কলোনিপড়ার বৃদ্ধা রহিমা বেগম, খোকন এবং মধ্যপাড়ার আজগর আলী বুলু, রেজাউল, অবনী ও ভুপেন মণ্ডলসহ ১৫ জনের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। টর্নেডোর পরপরই প্রবল বৃষ্টিপাত শুরু হয়।
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, টর্নেডোর আঘাতে প্রায় ৪৫টি বাড়িঘর বিধ্বস্ত হলেও কেউ হতাহত হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকতার হোসেন বলেন, প্রবল বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিকেলের মধ্যে তার তালিকা পাওয়া যাবে। তবে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তরা নিরাপদে রয়েছেন।
প্রজন্মনিউজ২৪/জেড আই
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারতও
৯ বিভাগের ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ
মোহামেডান সমর্থকদের দাবি মেনে বিদেশি রেফারির খোঁজে কাজী সালাউদ্দিন
বিলীন হচ্ছে ঘরবাড়ি, নির্ঘুম রাত কাটছে যমুনাপাড়ের মানুষের
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, বিএনপির ৬ নেতা কারাগারে
জি-৭ নেতাদের সঙ্গে জেলেনস্কির বৈঠক
‘হাজিদের জাহাজকে প্রমোদতরী বানিয়েছিলেন জিয়াউর রহমান’
প্রায় তিন সপ্তাহ পর বিমান দুর্ঘটনার ৪ শিশুকে জীবিত উদ্ধার