প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৩ ০৫:৩১:৫৬
শিক্ষা ডেক্স: সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ১৭তম শিক্ষক নিবন্ধনের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের(এনটিআরসিএ)ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা আগামী ৫ মে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১ লাখ ৫১ হাজার ৪৩৬ প্রার্থীকে ঐচ্ছিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৭তম শিক্ষক নিবন্ধনের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।
এনটিআরসিএর অধীন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এর প্রিলিমিনারি পরীক্ষার ফল গত ২২ ফেব্রুয়ারি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন। পরীক্ষায় পাসের হার ছিল ২৪ দশমিক ৮৯ শতাংশ।
২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এনটিআরসিএর অধীনে গত ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৪২২ জন ও কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন।
প্রজন্মনিউজ/জেড আই
রাশিয়ার তেল কিনে ভারতের নতুন রেকর্ড
বাংলাদেশে আসছেন ভারতীয় সেনাপ্রধান
মানারাতের ভিসি ও ড. ওবায়দুল্লাহসহ শিক্ষকদের বিরুদ্ধে মামলা
আরও কঠিন হচ্ছে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন
ইটের বিকল্প হতে পারে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট
পবিপ্রবি শিক্ষক সমিতির শপথ গ্রহন