২৮৯টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়ে ঝালকাঠি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩ ০৪:৫১:৪৮

২৮৯টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়ে ঝালকাঠি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা

সাব্বির হোসাইন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় চতুর্থ পর্যায়ে ১৪১ ও নলছিটি উপজেলায় চতুর্থ পর্যায়ে ১৪৮টি মোট ২৮৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদানের মধ্যে দিয়ে দুই উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ১৫৯ টি উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠির নলছিটি এবং রাজাপুকেও ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। নলছিটি উপজেলায় জমিসহ ৫৮৫টি রাজাপুর উপজেলায় জমিসহ ৫৯১টি দুই উপজেলায় সর্বমোট ১১৭৬ জনকে ঘর দেয়া হয়েছে৷

এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খানের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন লতিফা জান্নাত, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রট খন্দকার ফারজানা নাজনীন সেতু সহ সুধীজন উপস্থিত ছিলেন।


প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন