প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩ ০৪:৩৯:৩৫
আব্দুর রকিব, শ্রীনগর প্রতিনিধিঃ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণীর) ৩৭টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ সেমিপাকা ঘর। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে উপজেলায় মোট ৫৮টি গৃহের বরাদ্দ হয়। এর মধ্যে নির্মিত ৩৭টি ঘর জমিসহ উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার সকাল সোয়া ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল সাহা, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, শ্রীনগর (সদর) ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, উপকারভোগী নুরনাহার বেগম। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ভূমিহীন পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১০০টি গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। ৪র্থ পর্যায়ের উপজেলায় ভূমিহীন তালিকা অনুসারে ৫৮টি ঘর বরাদ্দ হয়। এরই ধারাবাহিকতায় বুধবার নির্মিত ৩৭টি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়। বাকী ২১টি গৃহের নির্মাণ কাজ শেষে শিঘ্রই হস্তান্তর করা হবে। হস্তান্তর পরবর্তী (আগামী ৮ আগস্ট ২০২৩ খ্রীঃ) শ্রীনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে।
প্রজন্মুনিউজ২৪/খতিব
শাজাহানপুরে তীব্র গরমে বেড়েছে তালশাঁসের চাহিদা
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী
কেমন ছিল মধ্যযুগে মুসলিমসমাজের বিজ্ঞানচর্চা
ইটের বিকল্প হতে পারে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ৯ মাসের শিশুর মৃত্যু
ভারতে ট্রেন দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ নিয়ে ‘নাখোশ’ মন্ত্রী
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once