প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩ ১০:৪৮:২৬
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল দায়েরকৃত এক প্রতারণার মামলায় পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠান।
কমপ্লেইন্ট রেজিস্ট্রার কেইস বা নালিশী মামলা-সিআর ২০১/২২ হিসেবে মামলাটি পটুয়াখালী জেলা আদালতে দায়ের করা হয়। এতে অধ্যাপক ড. এ এস এম ইকবালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়। মামলার শুনানিতে গত সোমবার জামিন প্রার্থনার জন্য আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
বাদী পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, মামলার বাদী ইন্দ্রজিৎ গাইন তার ভাইসহ কয়েকজনের সেনাবাহিনিতে চাকরির জন্য ২০২১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এস এ এম ইকবাল হোসাইনকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা সহ একটি চক্রকে মোট ২৬ লাখ টাকা প্রদান করলে তাদেরকে ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। ওই নিয়োগ পত্র নিয়ে খুলনা ক্যান্টনমেন্টে সৈনিক পদে যোগদান করতে গেলে ভুয়া নিয়োগপত্র ধরা পড়ে। প্রার্থীরা টাকা ফেরত চাইলে টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে এক চাকুরী প্রার্থীর ভাই ইন্দ্রজিৎ গাইন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ২০১/ ২২ মামলা দায়ের করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অধ্যাপক ড. ইকবালের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই মামলায় গতকাল সোমবার অধ্যাপক ড.ইকবাল আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তামান্না আক্তার তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কমল দত্ত এসব তথ্য জানিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরো জালিয়াতির মামলা চলমান আছে বলে তিনি জানান।
এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, তার জেল হাজতের বিষয়টি এখন পর্যন্ত আমাদের জানা নেই।
প্রজন্মনিউজ২৪/একে
তীব্র লোডশেডিং, খোলা আকাশের নিচে ক্লাস
বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ নিয়ে ‘নাখোশ’ মন্ত্রী
পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩
জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত
অন্যের প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রেমিকার সাথে সাক্ষাৎ
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবিতে উপস্থিতির হার ৯৩.৫৮ শতাংশ
বাজেটে চলমান সংকট থেকে উত্তরণের কোনও রূপরেখা নেই: ফখরুল