নোবিপ্রবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ইকবাল হোসেন

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৩ ০৯:৫১:৪৯

নোবিপ্রবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ইকবাল হোসেন

ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইকবাল হোসেন সুমন।

মঙ্গলবার (২২ মার্চ) নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড.আব্দুল বাকী (অতিরিক্ত দায়িত্ব ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইকবাল হোসেন সুমনকে নির্মোক্ত শর্তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হলো।

শর্ত সমূহঃ
১)নিজ দায়িত্বের অতিরক্তি হিসেবে আপনার এই নিয়োগ বিবেচিত হবে
২)১৬ ই মার্চ ২০২৩ হতে এই নিয়োগ কার্যকর হবে
৩)বিধি মোতাবেক বেতন ভাতা পাবেন
৪)পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ইকবাল হোসেন সুমন বলেন, ক্যাম্পাসে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


প্রজন্মনিউজ২৪/একে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ