প্রকাশিত: ২০ মার্চ, ২০২৩ ১০:২৩:০০
সামিদুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কুতুবপুর এলাকা থেকে ১৭ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার (১৯ মার্চ) সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর ইউনিয়নের জনৈক বিপ্লবের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-মোঃ আরিফুল ইসলাম জয় (৩০), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-মনোয়ারা বেগম সাং-বরুণ পাড়া, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর বর্তমান ঠিকানা সাং-মানিকনগর হিরো মিয়ার গলি মাজার স্কুল সংলগ্ন, থানা-মুগদা, জেলা-ডিএমপি ঢাকা।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুরুল হোদা জানান, রবিবার বিকেলে সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত বিপ্লবের দোকানের সামনে পাকা রাস্তার উপর ০১জন ব্যক্তি জাল নোট নিয়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এরপর ঘটনাস্থলে থাকা ০১জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা প্রক্রিয়াধীন।
প্রজন্মনিউজ২৪/হাসিব
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১
বৃষ্টির দিকে তাকিয়ে বিদ্যুৎ বিভাগ
নোয়াখালীতে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত