প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩ ০৬:৪৯:৫১ || পরিবর্তিত: ১৮ মার্চ, ২০২৩ ০৬:৪৯:৫১
ঢাকায় স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে আয়োজিত ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট-২০২৩ যৌথভাবে উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
শনিবার (১৮ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।হাইকমিশন জানায়, ভারতের বিভিন্ন স্থান থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
হাইকমিশনার বলেন, উচ্চশিক্ষা বাংলাদেশের সঙ্গে আমাদের সুগভীরে নিহিত অংশীদারিত্বের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে। দুই দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী একে অপরের দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করছে।
প্রণয় ভার্মা বাংলাদেশের আরও শিক্ষার্থীদের ভারতের বিশ্বব্যাপী স্বনামধন্য উচ্চশিক্ষা ব্যবস্থার সুবিধা নিতে এবং দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার নতুন সেতুবন্ধন গড়ে তুলতে আমন্ত্রণ জানান।
শিক্ষামন্ত্রী দীপু মনি ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর বোঝাপড়ার প্রসারে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং ঢাকায় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগের জন্য স্টাডি ইন ইন্ডিয়াকে ধন্যবাদ জানান।
হাইকমিশন জানায়, স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচি হলো একটি বহুল-আলোচিত প্রকল্প যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালে চালু করে। কর্মসূচিটি বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ভারতে তাদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে ও আমন্ত্রণ জানাতে পরিকল্পনা করা হয়েছে। স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচিটি বাংলাদেশসহ ১৫০টিরও বেশি দেশ থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করেছে।
প্রজন্মনিউজ২৪/একে
তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না
নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ: বিস্ফোরকের আলামত নেই
মূল্যতালিকা দেখে পণ্য কিনতে বাজারে ডিজিটাল ডিসপ্লে লাগাল ডিএনসিসি
‘নগদ বিশ্বের দ্রুততম বর্ধনশীল এমএফএস’
পাকিস্তানশাসিত কাশ্মিরের সঙ্গে করিডোর খোলার চেষ্টা ভারতের
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেলো ১২৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার
শ্রীনগরে ৩৭টি ভূমিহীন পরিবার পেল জমিসহ ঘর
প্রধানমন্ত্রী কর্তৃক মির্জাগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা