প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩ ০৪:১২:১৮
চট্টগ্রাম প্রতিনিধি:মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মোস্তফা আলী (৫৭) ও মুহাম্মদ ফোরকান (৫০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত মোস্তফা আলী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কাথরিয়া গ্রামের চেয়ারম্যান ইবনে আমিন বাড়ির মৃত হাসমত আলীর দ্বিতীয় পুত্র। নিহত অপর জন চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ডেমশা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফা আলীর ভাতিজা সাবের সায়েম।
এ বিষয়ে নিহতের ভাতিজা সাবের সায়েম বলেন, আমার চাচাসহ তারা সৌদি আরবের পবিত্র রওজা শরীফ থেকে জেয়ারত শেষে ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। এ সময় তার আরেক বন্ধু ফোরকানও মারা যান। আমার চাচা মোস্তফা আলী দীর্ঘ ৩৭ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবনে ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও তিন কন্যা সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোস্তফা আলীকে সৌদি আরবের পবিত্র জান্নাতুল বাকি নামক স্থানে দাফন করা হবে।
প্রজন্মনিউজ২৪/জেড আই
নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
লিভার ক্যান্সার শনাক্তের নতুন পরীক্ষা উদ্ভাবন
২৭ বছর পর ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজক ভারত
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি
রাজশাহীতে পদ্মায় ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ
তেলের দাম আরও কমেছে, তবে কী ব্যর্থ হচ্ছে সৌদির চেষ্টা?
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ফাইনালে মুখোমুখি উরুগুয়ে-ইতালি