প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩ ১০:৪৫:২৭
রোকনুজ্জামান, জেলা প্রতিনিধি: ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে অপহরণ করে হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে ৫ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১০ সালের ৭ অক্টোবর হরিনাকুন্ডু উপজেলার সাত ব্রীজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন বাড়ী থেকে ঝিনাইদহ শহরে আসার পরে নিখোঁজ হয়। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর অজ্ঞাতদের আসামী করে একটি অপহরণ মামলা করে। পরবর্তীতে ওই মাসের ৩১ তারিখে যশোর সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রাম থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামী আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করে। একই সাথে নাছরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, অজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগমকে ৫ বছরের কারাদন্ড দেওয়া হয়। অন্য ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
প্রজন্মনিউজ২৪/হাসিব
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল
‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন
ইন্দুরকানীতে কৃষকের জমি দখলের অভিযোগ
‘দ্রুত আঞ্চলিক নেতা হয়ে উঠছে’ বাংলাদেশ : ব্লিংকেন
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের হারের কারন
গণহত্যা নিয়ে পাকিস্তানের ভাবধারায় কথা বলছে বিএনপি
গুলিস্তানে বিস্ফোরণ: নিহতের কাতারে আরো একজন
মির্জাগঞ্জে মুক্তিযোদ্ধা আলতাফ শিকদারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
কোটচাঁদপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন