প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩ ০১:০৬:২৩
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর মা শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিত কিশোরী স্থানীয় দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরণ গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটলেও নির্যাতিত কিশোরীর মা রবিবার (১২ মার্চ) দুপুরে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক কাউছার মিয়া (২৮) ও তার পিতা তার আসাদ মিয়া (৫৫) কে আটক করেছে পুলিশ। আটককৃতরা একই গ্রামের বাসিন্দা।
নির্যাতিত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করলে তারা জানায়, শনিবার সন্ধ্যায় বিলশরণ গ্রামের ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কাউছার মিয়ার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একদল তরুণ। তাঁরা মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় মেয়েটির আত্মচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।
তবে ঘটনাটি ধর্ষণ নয়, এবং ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে বলে ওই কিশোরী তার জবানবন্দিতে বলেছেন বলে জানান শিবপুর মডেল থানার কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার। পাশাপাশি তাকে অচেতন অবস্থান নয় স্বাভাবিক অবস্থাতে তাকে উদ্ধার করেছেন। হয়তো ভয় পাওয়ার কারণে এমনটা ধারণা করেছেন উদ্ধারকারী এলাকাবাসী বলে জানান ওসি।
এদিকে উদ্ধারের পর ওই কিশোরীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. ফারহানা আহম্মেদ তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করে।
এই ঘটনায় নির্যাতিত কিশোরীর মা রবিবার দুপুরে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে যা বর্তমানে মামলার প্রক্রিয়াধীন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাউছার মিয়া ও তার পিতা আসাদ মিয়াকে আটক করে।
জয়নগর ইউপি সদস্য শাহাদাৎ হোসেন জানান, কিশোরীকে বাড়ি থেকে তুলে এনে ধর্ষন করা হয়েছে। পরে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনের কাছে এই ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক দুই জনকে আটক করা হয়েছে। তবে বিষয়টি ধর্ষণ নয় ধর্ষণের চেষ্টা যা নির্যাতিতা কিশোরী নিয়ে থানায় এসে জবানবন্দিতে বলেছেন বলে জানান তিনি।
প্রজন্মনিউজ২৪/একে
নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
লিভার ক্যান্সার শনাক্তের নতুন পরীক্ষা উদ্ভাবন
২৭ বছর পর ‘মিস ওয়ার্ল্ড’-এর আয়োজক ভারত
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি
তেলের দাম আরও কমেছে, তবে কী ব্যর্থ হচ্ছে সৌদির চেষ্টা?
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ফাইনালে মুখোমুখি উরুগুয়ে-ইতালি
ঈদে ১০ কেজি করে চাল পাবেন এক কোটি ভিজিএফ কার্ডধারী
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬
খুলনা-বরিশালে ৭২ ঘণ্টা বাইক চলাচল নিষিদ্ধ
দু’বার প্রতারণার শিকার হয়েছি আর নয়, নির্বাচনী সংলাপ নিয়ে ফখরুল