সিরিজ জয় থেকে ১১৮ রানের দূরত্বে বাংলাদেশ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩ ০৬:০৭:২৫

সিরিজ জয় থেকে ১১৮ রানের দূরত্বে বাংলাদেশ

সাঈদুর রহমানঃ শুরুটা দারুণই করেছিল ইংল্যান্ড। পাওয়ারপ্লেতে তুলে ফেলেছিল ৫০ রান। তবে এরপরই বাংলাদেশ ম্যাচে ফিরল, দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে বেঁধে ফেলেছে ১১৭ রানেই। সিরিজ জিততে বাংলাদেশের চাই ১১৮ রান।

বাংলাদেশ উইকেটের দেখা পেয়ে গিয়েছিল ইনিংসের তৃতীয় ওভারেই। তাসকিন আহমেদের শিকার হয়ে দাভিদ মালান ফিরে গিয়েছিলেন সাজঘরে। তবে এরপর তিনে নামা মইন আলির সঙ্গে ফিল সল্টের জুটি পাওয়ারপ্লে পার করে দিয়েছিল নির্বিঘ্নে, তুলে ফেলেছিল ৫০ রান। তাতে বড় রানেই চোখ ছিল ইংলিশদের।

তবে পাওয়ারপ্লে শেষের পরেই বাংলাদেশ ফিরেছে খেলায়। সাকিব আল হাসান পাওয়ারপ্লের ঠিক পরের ওভারেই আসেন আক্রমণে। ফেরান সল্টকে। এরপর থেকেই মূলত ইংলিশদের দুর্দশার শুরু।
পরের ওভারে হাসান মাহমুদ বোল্ড করে ফেরালেন জস বাটলারকে। তার পরের ওভারে মেহেদি হাসান মিরাজ এলেন দৃশ্যপটে, তাকে সপাটে হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন মইন আলি।

বেন ডাকেট আর স্যাম কারানের জুটি এরপর জমে গিয়েছিল উইকেটে। ৩২ বলে ৩৪ রান করে আভাস দিচ্ছিল শেষের ঝড়ের। তবে মিরাজের বাধায় সেটা আর হয়নি। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কারানকে স্টাম্পিংয়ের শিকার করেন তিনি। এক বল পর ক্রিস ওকসেরও হলো একই পরিণতি।

এরপর ক্রিস জর্ডানকে দলীয় ১০০ রানে ফিরিয়ে নিজের ক্যারিয়ারসেরা বোলিং বিশ্লেষণের দেখা পান মিরাজ। গলার কাটা হয়ে থাকা বেন ডাকেটকে এরপর ফেরান মুস্তাফিজুর রহমান। এরপর টানা দুই রানআউটে রানটা ১১৭ -এর বেশি হয়নি ইংল্যান্ডের। সিরিজ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১১৮ রানের।


প্রজন্মনিউজ২৪/একে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ