টুইটারকে ঠেকাতে নতুন অ্যাপ আনছে মেটা

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩ ১১:৫৩:২০

টুইটারকে ঠেকাতে নতুন অ্যাপ আনছে মেটা

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা একটি নতুন টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞদের ধারণা এটি টুইটার ও মাস্টডনের মতো সামাজিক সাইটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।

মেটার একজন স্পোকপার্সন বিবিসিকে জানায়, ‘আমরা একটি স্বতন্ত্রধর্মী অ্যাপস নিয়ে কাজ করছি। যেখানে টেক্সভিত্তিক আপডেট শেয়ার করা যাবে’।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এতে ব্যবহারকারীদের নতুন এক ধরনের সুযোগ তৈরি হবে। যেখানে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের আপডেটগুলো আলাদা করে শেয়ার করতে পারবেন।

মূলত টুইটারও এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম। ফলে একই ধরণের অ্যাপ নিয়ে মেটা কাজ করার ঘোষণা দেওয়ায় দুই টেক জায়ান্টের মধ্যে এক প্রকার শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলেই ধারণা করছেন টেক বিশেষজ্ঞরা।

এদিকে কস্ট-কাটিংয়ের কারণে নানা ধরণের সমস্যায় রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টুইটার। মূলত এই সুযোগটিই নিতে যাচ্ছে মেটা।

মানিকন্ট্রোল এর প্রতিবেদন অনুসারে, নতুন অ্যাপসটির কোডনেম পি৯২। এটি ইনস্টাগ্রাম থেকেই লগইন করা যাবে। মেটা মূলত কমবয়সী ব্যবহারকারীদের টার্গেট করে নতুন অ্যাপটি আনতে চাইছে।

তবে এটি এখনও স্পষ্ট নয়, মেটা কবে থেকে নতুন অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করবে।


প্রজন্মনিউজ২৪/হাসিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ