প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:৩০:০৮
প্রবাসী কর্মীদের মরদেহ সংরক্ষণে মালে সিটি কাউন্সিলের মর্গের চার্জ মওকুফ বা নামমাত্র রাখতে অনুরোধ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মালদ্বীপের মালে সিটি কাউন্সিলের মেয়র ড.মোহাম্মেদ মিউজ্জুকে এ অনুরোধ করেন তিনি।
রোববার (১২ ফেব্রুয়ারি) মালে সিটি কাউন্সিলের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই অনুরোধ করেন বাংলাদেশের হাইকমিশনার। এছাড়াও মালেতে প্রবাসী কর্মীদের নিরাপদ ও মানসম্পন্ন আবাসন নিশ্চিত করতে সিটি কাউন্সিলকে কার্যকরী ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়।
সবশেষে সিটি কাউন্সিলে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় ডলার সংস্থান করতে অনুরোধ জানান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এ সময় মালের মেয়র সিটি কাউন্সিলে প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও সিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মুজতবা জলিল উপস্থিত ছিলেন।
লিভার ক্যান্সার শনাক্তের নতুন পরীক্ষা উদ্ভাবন
বায়ু দূষণে শীর্ষে ৩ নং শহর ঢাকা
লঘুচাপের সৃষ্টি সাগরে , বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই সাফে বাংলাদেশ
রাজনীতিবিদ সিরাজুল আলম খান আর নেই
শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার
কয়লা সংকটে বন্ধ এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র